স্যালুট গত পরশু রেঁনেসা ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালে রক্ত সল্পতায় আক্রান্ত এক বৃদ্ধ বাবা (নাম: তারা মিয়া, পিতা: সরদার আলী, ঠিকানা: চরনোয়াকান্দি, কটিয়াদী) কে রক্তদান করলেন কটিয়াদী রক্তদান সমিতির সম্মানিত সদস্য মোস্তফা কামাল (ফিরিন্দা, কালীগঞ্জ, গাজীপুর)। তাঁর রক্তের গ্রুপ B+. এটি তাঁর ১৩তম রক্তদান। মোস্তফা কামালকে স্যালুট জানাই।
রক্তদান
অভিনন্দন কিশোরগঞ্জ সদর হাসপাতালে রক্ত সল্পতায় আক্রান্ত এক মা (নাম: নাজমা আক্তার, স্বামী: মোস্তফা কামাল, ঠিকানা: পূর্বচর পাড়াতলা, কটিয়াদী) কে রক্তদান করলেন কটিয়াদী রক্তদান সমিতির সম্মানিত সদস্য, টঙ্গী সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী মো. নাসির (পূর্বচর পাড়াতলা, কটিয়াদী)। তাঁর রক্তের গ্রুপ O+. এটি তাঁর ৪র্থ রক্তদান। মো. নাসিরকে অভিনন্দন।
রক্তদান
স্যালুট ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে জরায়ু অপারেশনেরর জন্য এক মা (নাম: আনোয়ারা, স্বামী: গোলাপ মিয়া, ঠিকানা: মধ্য পিরিজপুর, বাজিতপুর) কে রক্তদান করলেন কটিয়াদী রক্তদান সমিতির সম্মানিত সদস্য, কটিয়াদী সরকারি কলেজের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী অনিক মোদক (কটিয়াদী পূর্বপাড়া)। তাঁর রক্তের গ্রুপ B+. এটি তাঁর ৭ম রক্তদান। অনিক মোদককে স্যালুট জানাই।
রক্তদান
স্যালুট রেঁনেসা ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালে রক্ত সল্পতায় আক্রান্ত এক বৃদ্ধ মা (নাম: হামিদা খাতুন, স্বামী: মজলু মিয়া, ঠিকানা: হালুয়াপাড়া, কটিয়াদী) কে রক্ত দান করলেন কটিয়াদী রক্তদান সমিতির সম্মানিত সদস্য, গুরুদয়াল সরকারি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী মো. সেলিম খাঁন সোহাগ (দক্ষিন লোহাজুরী, কটিয়াদী)। তাঁর রক্তের গ্রুপ AB+. এটি তাঁর ৭ম রক্ত দান। মো. সেলিম খাঁন সোহাগকে স্যালুট…
রক্তদান
স্যালুট(আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রক্তদান) ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষ এক মা (নাম: আছিয়া, স্বামী: মুর্শিদ, ঠিকানা: লক্ষ্মীপুর, কুলিয়ারচর) কে রক্তদান করলেন কটিয়াদী রক্তদান সমিতির সম্মানিত সদস্য ছাত্রনেতা মনির হোসেন (দক্ষিন লোহাজুরী, কটিয়াদী)। তাঁর রক্তের গ্রুপ O+. এটি তাঁর ১১তম রক্তদান। মনির হোসেনকে স্যালুট জানাই।
রক্তদান
স্যালুট ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পায়ের অপারেশনেরর জন্য এক বাবা (নাম: শ্যামল সাহা, ঠিকানা: চরপাড়া, ময়মনসিংহ) কে রক্তদান করলেন কটিয়াদী রক্তদান সমিতির সম্মানিত সদস্য রাজিব সাহা (কটিয়াদী পূর্বপাড়া)। তাঁর রক্তের গ্রুপ AB+. এটি তাঁর ৬ষ্ঠ রক্তদান। রাজিব সাহাকে স্যালুট জানাই।
রক্তদান
স্যালুট ধানমন্ডি কমফোর্ট হাসপাতালে জরায়ু সমস্যায় আক্রান্ত এক বৃদ্ধ মা (নাম: শিরিন, ঠিকানা: নোয়াখালী) কে রক্তদান করলেন কটিয়াদী রক্তদান সমিতির সম্মানিত সদস্য, হাবিবুল্লাহ বাহার কলেজিয়েট বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী মো. মারজান (কামারকোনা, কটিয়াদী)। তাঁর রক্তের গ্রুপ O+. এটি তাঁর ৫ম রক্তদান। মো. মারজানকে স্যালুট জানাই।
রক্তদান
অভিনন্দন ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে সড়ক দূর্ঘটনায় আক্রান্ত এক বাবা কে রক্তদান করলেন কটিয়াদী রক্তদান সমিতির সম্মানিত সদস্য, গুরুদয়াল সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী কামরুল ইসলাম (লাংটিয়া, কটিয়াদী)। তাঁর রক্তের গ্রুপ B+. এটি তাঁর ৩য় রক্তদান। কামরুল ইসলামকে অভিনন্দন।
রক্তদান
অভিনন্দন আজ রাত ৯টা ১৫মিনিটে রেঁনেসা ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালে এক প্রসূতি মা (নাম: রাবিয়া, স্বামী: মেরাজ, ঠিকানা: অষ্টঘড়িয়া, কটিয়াদী) কে রক্ত দান করলেন কটিয়াদী রক্তদান সমিতির সম্মানিত সদস্য, সুরুচি বস্ত্রালয়ের স্বত্তাধিকারী সাকিব হোসেন ইমরান (চরঝাকালিয়া, কটিয়াদী)। তার রক্তের গ্রুপ B+. এটি তার ৩য় রক্ত দান। সাকিব হোসেন ইমরানকে অভিনন্দন।
রক্তদান
অভিনন্দন গতকাল দুপুর ২টায় কিশোরগঞ্জ সদর হাসপাতালে রক্ত সল্পতায় আক্রান্ত এক বোন (নাম: ফারিয়া আক্তার, ঠিকানা: আহুতিয়া, পাকুন্দিয়া) কে রক্ত দান করলেন কটিয়াদী রক্তদান সমিতির সম্মানিত সদস্য, শ্যামলী পলিটেকনিক্যাল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী নওশাদ আলম বাপ্পি (মঙ্গলবাড়িয়া, পাকুন্দিয়া)। তার রক্তের গ্রুপ O+. এটি তার ২য় রক্ত দান। নওশাদ আলম বাপ্পিকে অভিনন্দন।