আসুন ছিন্নমূল শীতার্ত মানুষের পাশে দাঁড়াই সুহৃদ কটিয়াদী রক্তদান সমিতির পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন। শীত আমাদের অনেকের কাছে উপভোগের মনে হলেও ছিন্নমূল অসংখ্য মানুষের কাছে শীতের কষ্ট হয়ে উঠে অসহ্য-অসহনীয়। অথচ দ্ররিদ্র পরিবারের সুবিধাবঞ্চিত মানুষটির শীত নিবারণে আপনার আমার একটি মানবিক ইচ্ছা আর প্রচেষ্টাই যথেষ্ট । এমন ইচ্ছে থেকেই কটিয়াদী রক্তদান সমিতি শীতার্ত মানুষের মাঝে…
Day: November 12, 2019
আহ্বান
‘মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে’ শীতবস্ত্র বিতরণ কর্মসূচী (আসুন অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াই) কোনো মৃত্যু সংবাদও এখন আর আমাদের নাড়া দেয় না। সুখ খুঁজি শুধু নাগরিক জীবনের আত্মকেন্দ্রিকতায়। চায়ের কাপে ঝড় তুলে আড্ডা দিতে অভ্যস্ত আমরা। আমাদের আছে ফাস্টফুড কালচার, বিনোদনের নেশায় বুঁদ হয়ে থাকি। আমাদের সংগ্রাম শুধু খ্যাতি, বিত্ত আর অর্থের জন্য।…
আহ্বান
আসুন শীতার্তদের পাশে দাঁড়াই (মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে) খুব শীঘ্রই কটিয়াদী রক্তদান সমিতির উদ্যোগে অসহায়, সুবিধাবঞ্চিত, ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। আপনার সামান্যতম সহযোগিতা হাসি ফোঁটাতে পারে হাজারো শীতার্ত মানুষের মুখে।
রক্তদান
অভিনন্দন আজ দুপুর ১২টায় ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এক মুমূর্ষ মা (নাম: জুয়েনা আক্তার, স্বামী: নুরুল ইসলাম, ঠিকানা: অষ্টঘড়িয়া, কটিয়াদী) কে রক্তদান করলেন কটিয়াদী রক্তদান সমিতির সম্মানিত সদস্য, কটিয়াদী সরকারি কলেজের স্নাতক ২য় বর্ষের শিক্ষার্থী মো. সজিব (দক্ষিন চরপুক্ষিয়া, কটিয়াদী)। তাঁর রক্তের গ্রুপ O+. এটি তাঁর ৪র্থ রক্তদান। সজিবকে অভিনন্দন।